শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশ দারুণ খেলেছে : কোহলি

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০২:২৬

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন,  বাংলাদেশ এই টুর্নামেন্টে দারুণ খেলেছে। ম্যাচের শেষ বল পর্যন্ত তারা লড়াই করে গেছে। সত্যিই তারা প্রশংসার যোগ্য।

 

মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচ জয়ের পর ভারতীয় অধিনায়ক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে জিততে আমাদের বেশ পরিশ্রম করতে হয়েছে।  ইনিংসের শেষ পর্যন্ত তারা ম্যাচে টিকে ছিল।

 

তিনি বলেন, সেমিফাইনালে যেতে হলে এ ম্যাচে আমাদের জয়ের বিকল্প ছিল না। ভাল লাগছে আমরা ম্যাচটি জিতে ফেমিফাইনাল নিশ্চিত করেছি।  রোহিত দারুন সেঞ্চুরি করেছে। এ ছাড়া অন্যরা দারুন অবদান রেখেছে। শেষ দিকে বুমরা ভাল একটা স্পেল করেছে।

আরো পড়ুন : বড় জুটি হলে ম্যাচের ফল অন্য রকম হতো : মাশরাফি

ইংল্যান্ডের বার্মিংহামে ভারত আগে ব্যাট করে ৩১৪ রান সংগ্রহ করে। জয়ের জন্য ৩১৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতেই ২৮৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। ফলে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। এই হারে ৮ ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ সাত নম্বরেই থাকল। আগামী শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।

 

ইত্তেফাক/ইউবি