শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুযোগ পেয়েও অধরা চিত্রের মেডিক্যালে পড়ার স্বপ্ন 

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০২:২৯

অধরা স্বপ্ন অনেকটা ধরা দিলেও অর্থাভাবে যেন ফিকে হতে বসেছে নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নের চকের বাজার এলাকার চিত্র রায়ের। ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চিত্র মেধাক্রমে ৯৫১ তম হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি হতে পারছেন না।

হতদরিদ্র দিনমজুর নরেশ চন্দ্রের বড় ছেলে চিত্র ২০১৮ সালে নীলফামারি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫ পান। অর্থাভাব থাকলেও চিকিৎসক হওয়ার অদম্য স্বপ্ন নিয়ে রংপুর সরকারি কলেজ থেকে এইসএসসিতে পেয়েছেন জিপিএ ৫। এরপর চিকিৎসক হওয়ার চূড়ান্ত ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হলেও অর্থের অভাবে চরম হতাশায় দিন কাটছে চিত্রের।

চিত্রের বাবা জানান তার মাসহ তিনি নিজে অসুস্থ, উপার্জন করার মত সক্ষমতা তার নেই। নরেশ চন্দ্র বলেন,  ছেলেকে মেডিক্যালে ভর্তি করার মত টাকা নেই। এত টাকা পাবো কোথায়?

এমন অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে চিত্রের পরিবার।

আর্থিক সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ: ০১৭৯৩৫৬৩৭৯৫ (চিত্র), বিকাশ মোবাইল অ্যাকাউন্ট: ০১৮৪২০০৭৯৬২ 

ইত্তেফাক/এএএম