মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উই লাভ ইউ বাংলাদেশ: ক্যাটরিনা কাইফ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পর্দা উঠলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) এবারের আসরের। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিবিপিএল’র উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর মঞ্চে পারফর্ম করেন দেশি ও ভারতীয় শিল্পীরা। এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিলেন বলিউডের সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

রাত ১০টা ০৫ মিনিটে মঞ্চে আসেন উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ক্যাটরিনা কাইফ। প্রায় ১০ মিনিটের মতো নৃত্য পরিবেশন করেন তিনি। ক্যাটরিনার পারফরম্যান্সের পরই মঞ্চ মাতান আরেক বলিউড সুপারস্টার সালমান খান। রাত ১০টা ২০ মিনিটের দিকে সালমান খান পারফর্ম করেন। এরপর সালমান-ক্যাটরিনাকে দ্বৈতভাবে মঞ্চে ডেকে নেন অনুষ্ঠানের সঞ্চালকরা।

এ সময় ক্যাটরিনা কাইফ বলেন, আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার জন্যও আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমরা সত্যিই বাংলাদেশকে অনেক ভালোবাসি।’

এ সময় ক্যাটরিনা কাইফ বলেন, ‘উই লাভ ইউ বাংলাদেশ।’

ইত্তেফাক/বিএএফ