শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নির্মিত হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:১০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে এবার নির্মিত হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। ব্যতিক্রমধর্মী এই চলচ্চিত্রের পৃষ্ঠপোষক ও স্পন্সর হিসেবে থাকছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

চলচ্চিত্রটি নির্মাণ করবে হায়দার ইন্টারন্যাশনাল লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হায়দার এন্টারপ্রাইজ। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে সিকদার গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়।

সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষে রন হক সিকদার এবং হায়দার এন্টারপ্রাইজের পক্ষে লিটন হায়দার চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে সিকদার গ্রুপের চিফ অপারেটিং অফিসার এস কিউ ইসলাম মোহনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, চলচ্চিত্রটি নির্মাণে নির্মাতা প্রতিষ্ঠানকে ৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে সিকদার গ্রুপ ও এর দুই অঙ্গ প্রতিষ্ঠান। চলচ্চিত্রটি নির্মাণ শেষে এর বাণিজ্যিক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার থেকে যত আয় হবে তার পুরোটাই জমা হবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন