শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেষ পর্যন্ত অপেক্ষার মুহূর্ত শেষ হলো: শার্লিন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৪

অবশেষে মুক্তির তারিখ চূড়ান্ত করা হলো ‘ঊনপঞ্চাস বাতাস’ সিনেমাটির। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় সিনেমাটি নির্মিত হয় ২ বছর আগে। নির্মাণের পর অপেক্ষা ছিল কবে মুক্তি পাবে সিনেমাটি। সেই অপেক্ষা শেষ হলো অবশেষে। চলতি মাসের শেষ শুক্রবার মুক্তি পাবে ‘ঊনপঞ্চাস বাতাস’। সিনেমাটির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানার। দীর্ঘদিন ছোটপর্দায় নেই তিনি। কারণ প্রথম সিনেমা মুক্তি।

শার্লিন বলেন, ‘শেষ পর্যন্ত অপেক্ষার মুহূর্ত শেষ হলো। এই সিনেমাটির জন্য গত ১ বছর কোনো নাটক আমি করিনি। বড়পর্দায় দেখার আগে ছোটপর্দার অনুপস্থিতিটা ইচ্ছে করেই ছিল। কারণ আমি চেয়েছি আমাকে দেখার আগ্রহ তৈরি হোক। জানি না এটি কতুটুকু হবে।’

গত ১০ ফেব্রুয়ারি ‘ঊনপঞ্চাশ বাতাস’ সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন ও ১৩ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প-নির্দেশনা ও সংগীত পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

বড়পর্দায় অভিনয় ও ছোটপর্দায় আবারো ফিরে আসা প্রসঙ্গে শার্লিন আরো বলেন, ‘সিনেমা করাটাই আমার মূল উদ্দেশ্য। যেহেতু প্রথম সিনেমাটি এখনো মুক্তি পায়নি তাই এখনো বুঝতে পারছি না দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবেন। সেজন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে সিনেমা নিয়েই থাকতে চাই। আর ছোটপর্দায় ফেরাটা এখন অনিশ্চিত। কারণ গত ১ বছর শুধু সিনেমার জন্য কাজ বন্ধ রেখেছি এমনটা নয়। যে প্রস্তাবগুলো নাটকের পাই সেখানে আমি ভিন্নতা খুঁজে পাচ্ছি না। ভালো কাজ যে হচ্ছে না তা নয়। হয়তো আমার কাছে ভালো গল্প আসার সংখ্যাটা কম। সবাইকে আমন্ত্রণ জানাবো আমার প্রথম সিনেমাটি হলে এসে দেখার জন্য।’

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন