শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তা র কা ব চ ন

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০১:২৪

আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ত্রাণ বিতরণের কাজ শুরু করেছি। আমি নিজে গিয়েছিলাম দুটো স্পটে। প্রথম দিন যাত্রাবাড়ী, দ্বিতীয় দিন দক্ষিণখানে। আমরা নিজেদের মধ্যেই অর্থ সংগ্রহ করে শ্রমজীবী মানুষদের সাহায্য দিয়েছি।

আমাদের কাছে ঢাকা ও ঢাকার বাইরের কিছু শিল্পীর তালিকা আছে। এ তালিকায় আছেন গ্রামে গ্রামে গান করে জীবন চালানো শিল্পী, ঢাকায় তবলা বা মন্দিরা বাজানো শিল্পী, মঞ্চের লাইট অ্যাসিস্ট্যান্ট, ডেকোরেটর অ্যাসিস্ট্যান্ট, মেকআপ অ্যাসিস্ট্যান্ট। তাদের পাশাপাশি আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা কিছু মঞ্চশিল্পী। শিল্পাঙ্গনের এ রকম দুই শতাধিক মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা অর্থ সহায়তা দিয়েছি। যে অঙ্কটা পাঠাচ্ছি, হয়তো আরও ১০০ জনকে পাঠাতে পারবো।  

ইত্তেফাক/এসআই

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন