শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রামমন্দির নয়, ভ্যাকসিন প্রয়োজন: দেব

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৫:২৯

সম্প্রতি অযোধ্যার রামজন্মভূমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনাকালীন রামমন্দির নির্মাণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের ঘাটালের তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।

তিনি বলেন, ‘এই মহামারীতে কোনো বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন।’

অভিনেতা দেব আরও বলেন, ‘আমাদের কারো কাছে এটি বিরোধী দল বা দল বলে কথা না। আমার কাছে মোদিজিকে ভালো লাগে। পুরো ভারতজুড়ে তার যত অনুসারী আমি তার প্রশংসা করি। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে শুধু আমি না, কোনো বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞাসা করা হয়, সেও বলবে আগে মন্দির নয়, ভ্যাকসিন প্রয়োজন।’

আরও পড়ুন: করোনা: ভারতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ালো

গত বুধবার (৫ আগস্ট) দিনক্ষণ, শুভলগ্ন মেনে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মন্দিরের প্রথম ইট গাঁথেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় আরো উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ মন্দির নির্মাণে ব্যয় হবে আনুমানিক ৩০০ কোটি রুপি।


ইত্তেফাক/আরআই

এ সম্পর্কিত আরও পড়ুন