শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইশরাত নিশাতের প্রথম প্রয়াণ দিবসে ‘ক্ষ্যাপা’

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৩৩

বাংলাদেশের থিয়েটার অঙ্গনের পরিচিত মুখ নাট্যশিল্পী ইশরাত নিশাতের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’ প্রকাশ করেছে বিশেষ স্মরণ সংখ্যা। ২০২০ সালের ১৯ জানুয়ারি দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিশাত। তাঁর বিদেহী চেতনাকে স্মরণ করতেই সংখ্যাটি প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন সম্পাদক পাভেল রহমান।

ক্ষ্যাপার এই বিশেষ সংখ্যাটি অনলাইন বই বিপণন মাধ্যম ‘কানামাছি ডটকম’ থেকে সংগ্রহ করা যাবে।

থিয়েটার পত্রিকাটির নির্বাহী সম্পাদক অপু মেহেদী। প্রচ্ছদ ও শিল্প সম্পাদক হিসেবে রয়েছেন শাহনাজ জাহান, ব্যবস্থাপনা সম্পাদক প্রসেনজিৎ রায় ও মাহফুজ সুমন। সম্পাদনা সহকারী সুমন মাহমুদ এবং অলংকরণ ও প্রিন্টিং ব্যবস্থাপনা পিয়ার মোহাম্মদ। আর মুদ্রিত হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠান পোস্টার থেকে।

এ সংখ্যায় লিখেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, মলয় ভৌমিক, হাসান আরিফ, মাসুম রেজা, শিমুল মুস্তাফা, হাসান শাহরিয়ার, শুভাশিস সিনহা, প্রশান্ত হালদার, অনন্ত হিরা, ইউসুফ হাসান অর্ক, নূনা আফরোজ, শামীম সাগর, সাইদুর রহমান লিপন, নাজনীন হাসান চুমকি, বন্যা মির্জা, তিতাস রোজারিও, জ্যোতি সিনহা, সামিউন জাহান দোলা ও সাইফুল জার্নাল।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন