শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘এখন চাকরির জন্য জাপান যেতে হবে না’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:২১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আপনাদের (দলের নেতাকর্মীদের) সজাগ থাকতে হবে। সুযোগ পেলে রাজাকার ও তার দোসররা যেকোনো সময় ছোবল মারতে পারে।

 

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদের অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, এখন চাকরির জন্য জাপান যেতে হবে না। জাপানিরাই বাংলাদেশের বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল  গড়ে তুলতে বিনিয়োগ করছে। এ সকল প্রতিষ্ঠানে কাজ করতে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে, জিপিএ-৫ পাওয়ার উদ্দেশ্য নয়। বাস্তবমুখী শিক্ষায় যুগের সঙ্গে তাল মিলিয়ে লেখাপড়া করতে হবে। তোমাদের মাদক থেকে দুরে থাকতে হবে। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে।

 

কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহিন সুলতানার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এতে বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান।

 

ইত্তেফাক/ইউবি