শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদের আগে ও পরে গণপরিবহন বন্ধ থাকবে ৯ দিন

আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৬:১৪

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আযহার পাঁচ দিন আগে থেকে এবং ঈদের তিন দিন পর পর্যন্ত মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে ঈদুল আযহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

ঈদের আগে পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পরে তিন দিন গণপরিবহন বন্ধ থাকবে ‍উল্লেখ করে বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা ঈদে বাড়ি যেতে চায়, তাদের ঈদের পাঁচ দিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের তিন দিন পরেই আসতে হবে।’

আরও্ পড়ুন: সাহেদ কখনই নজরদারির বাইরে ছিলো না: র‌্যাব ডিজি

তিনি আরও বলেন, ‘গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ অগাস্ট কুরবানির ঈদ হবে। ৩১ জুলাই এবং ১ ও ২ অগাস্ট ঈদের ছুটি নির্ধারণ করা আছে।

ইত্তেফাক/এএএম