শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৮:২৪

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩০ জানুয়ারি বুধবার। ওইদিন বিকাল তিনটায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথমদিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া ওইদিনই একাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। 

 

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ দলীয়ভাবে জয় পেয়েছে ২৫৭টি আসনে। আর দলটি মহাজোটগতভাবে পেয়েছে ২৮৮ আসন। মহাজোটের বিজয়ীদের মধ্যে ২৮৭ জন গত ৩ জানুয়ারি শপথ নিয়েছেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবারও এমপি নির্বাচিত হলেও শপথ গ্রহণের আগেই তিনি মৃত্যুবরণ করেন। অপরদিকে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জিতেছে আটটি আসনে। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এরইমধ্যে বলা হয়েছে, তাদের বিজয়ী এমপিরা হিসেবে শপথ নেবেন না, সংসদেও যাবেন না। 

 

সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী ৩০ জানুয়ারি অধিবেশন ডাকা হয়েছে। আর দশম সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ জানুয়ারি। দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। 

 

দশম সংসদের মতো একাদশ সংসদেও প্রধান বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি (জাপা)। তবে রওশন এরশাদের পরিবর্তে এবার বিরোধী দলীয় নেতা হয়েছেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। গতবার জাপার তিনজন বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভায় থাকলেও এবার জাপার কেউ মন্ত্রিসভায় নেই। 

 

নিয়ম অনুযায়ী আসন্ন অধিবেশনজুড়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। অধিবেশন শুরুর পর প্রথমেই হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও একই পদে রাখার বিষয়ে রংপুরে নির্বাচনী জনসভায় ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ডেপুটি স্পিকার কে হবেন, সে বিষয়ে এখনও আওয়ামী লীগের কাছ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। দশম সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী দশম সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করলেও একাদশ সংসদের সংসদ উপনেতার নাম এখনও ঘোষণা করেনি আওয়ামী লীগ। 

আরো পড়ুন : সব ব্যাংকে সিঙ্গেল ডিজিট সুদ কার্যকরের দাবি ব্যবসায়ীদের

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩০ জানুয়ারি অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর যে সময়টুকু অধিবেশন মুলতবি থাকবে সেই সময়ে সংসদে অবস্থানরত রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে আবারও অধিবেশন শুরু হবে। নতুন স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সৈয়দ আশরাফুল ইসলামসহ অন্যদের মৃত্যুতে শোক প্রস্তাব তোলা হবে। 

 

বিদ্যমান সংসদের কোনো সদস্য মারা গেলে শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে। তবে রাষ্ট্রপতির ভাষণের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সৈয়দ আশরাফের সম্মানে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি রাখা হতে পারে। এরপর আবার সংসদের বৈঠক শুরু হলে স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন রেওয়াজ অনুযায়ী মুলতবি করবেন স্পিকার। সাধারণত সংসদের প্রথম অধিবেশন অনেক কার্যদিবস পর্যন্ত চলে। নতুন সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং বিভিন্ন সংসদ কমিটি গঠন করা হবে।

 

ইত্তেফাক/ইউবি