‘সরকার দেশে সড়ক যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলেছে’

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দক্ষিণাঞ্চলসহ সারাদেশের সড়ক যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলছেন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় যোগাযোগের এ মেলবন্ধন সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জুলুহার বাজার-দুর্গাকাঠি-লক্ষণকাঠি সড়কের উদ্বোধন শেষে এস জি এস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়,পদ্মা সেতু এখন বাস্তবে রূপ নিচ্ছে। অপ্রতিরোধ্য বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে অনুকরণীয় একটি দেশ হিসেবে পরিণত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. সবুর তালুকদার প্রমুখ।
আরো পড়ুন : জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি করপোরেশনের, ওয়াসার নয়
এ সময় পিরোজপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, নেছারাবাদ-কাউখালী সার্কেলের সিনিয়র এএসপি মো. রিয়াজ হোসেন ,যুবলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য মো. কামরুজ্জামান খান শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী দুপুরে প্রধান অতিথি হিসেবে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা ও উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করেন। বিকেলে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে কুড়িয়ানা-বানারীপাড়া জিসি সড়ক উদ্বোধন করেন।
ইত্তেফাক/ইউবি