দুবলার চরে রাস পূর্ণিমায় নিরাপত্তা দিবে কোস্ট গার্ড

আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন দুবলার চরের আলোরকোলে হিন্দু ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমার পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতি ও ধর্মীয় স্পর্শকাতরতা বিবেচনায় রাস পূর্ণিমায় শুধু পূণ্যার্থী ও তীর্থযাত্রীরা অংশগ্রহণ করবেন। নিরাপদে ও নির্বিঘ্নে রাস পূর্ণিমার পুণ্যস্নান অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিব উল আলম জানান, এ উপলক্ষে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণসহ পুণ্যস্নানে আগত পূণ্যার্থী ও তীর্থযাত্রীদের দুবলার চরে যাতায়াতের জন্য ৫ টি রুটের সকল নৌযানে কোস্ট গার্ড ও বনবিভাগ যৌথভাবে তল্লাশি চালাবে। এ সকল নৌযানে সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও গাছ কাটা চক্র আরোহণ করতে না পারে- সে বিষয়ে নজরদারি করবে কোস্ট গার্ড।
আরো পড়ুন : বসলো ৩৯তম স্প্যান, পদ্মা সেতুর ৫,৮৫০ মিটার দৃশ্যমান
দুবলার চরের আলোরকোল এলাকার প্রবেশ মুখ দিয়ে সকল পুণ্যার্থী ও তীর্থযাত্রীদের প্রবেশ করতে হবে। সেখানে কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলার তত্ত্বাবধানে ডুবুরি দল ও মেডিকেল টিম সার্বক্ষণিক মোতায়েন থাকবে। কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলার জন্য দুবলার চরে কোস্ট গার্ড স্টেশনের নিচতলায় কন্ট্রোল রুম (মোবাইল নম্বর-০১৫৩৫৮৮৯২০৪ এবং অতিরিক্ত-০১৭৬৯৪৪৪৩৩৩) স্থাপন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি