শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেতুমন্ত্রীর বরাদ্দকৃত সরকারি গাড়ি ফেরত

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৪:২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পরিবহন পুল থেকে টয়োটা করোলা হাইব্রিড মডেলের ঢাকা মেট্রো-ভ-১১-১৮০২ গাড়ি বরাদ্দ দেয়া হয়েছিল। সেতুমন্ত্রী গাড়িটি ব্যবহার করতেন না। 

আজ রবিবার আনুষ্ঠানিকভাবে গাড়িটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়। 

এর আগে পরিবহন পুল থেকে মন্ত্রীকে বিএমডাব্লিউ মডেলের একটি গাড়ি বরাদ্দ দেয়া হয়। সেটিও তিনি ফেরত দেন। 

এছাড়া পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প থেকে সেতু পরিদর্শনের জন্য একটি জিপ গাড়ি বরাদ্ধ দেয়া হয়েছিল। পদ্মাসেতু প্রকল্পের মূল সেতুর কাজ প্রায় ৯২ শতাংশ কাজ শেষ হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি স্প্যান বসানো হয়েছে। প্রকল্পের কাজ শেষ প্রান্তে উপনীত হওয়ায় মন্ত্রীর 
এ গাড়িটিও পদ্মাসেতু প্রকল্প কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়া হয়েছে।

ইত্তেফাক/কেকে