বাংলাদেশ-ভারত একসঙ্গে করোনা মোকাবিলা করবে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ ও ভারত একসঙ্গে করোনা মোকাবিলা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১ টা ৩৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার পাঠানো ২০ লাখ ভ্যাকসিন হস্তান্তরকালে এ কথা বলেন তিনি।
এ সময় বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে ভ্যাকসিন গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বন্ধুত্বের প্রমাণ রাখলো ভারত।’
ভারতীয় জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য উপহারস্বরূপ হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী ভারতে...
Posted by India in Bangladesh (High Commission of India, Dhaka) on Thursday, January 21, 2021
এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আরও পড়ুন: দেশে পৌঁছালো ২০ লাখ ডোজ করোনা টিকা
এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাই থেকে ভ্যাকসিনবাহী একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা সাড়ে ১১ টার কিছু আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিলো ভারত সরকার।
ইত্তেফাক/এএএম