শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৯:৫৫

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশের সেনা সদস্যরা। এই প্রথম দেশটির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করলো বাংলাদেশ৷ 

প্যারেডে বাংলাদেশ বাহিনীকে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ শাহনুর শাওন৷ প্যারেডে বাংলাদেশের স্থল, বিমান এবং নৌ বাহিনীর ১২২ জন সদস্য অংশ নেন। মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে সম্মান জানাতেই কুচকাওয়াজে সামিল হয়েছে বাংলাদেশ। 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে প্রথমবারের মত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণ করে।

লে. কর্নেল আবু মো. শাহনুর শাওনের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্টটি আজ সকাল ১০ টা ৩৭ মিনিটে রাজপথে আয়োজিত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডের সম্মানিত প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে।

এ নিয়ে তৃতীয়বার ভারতীয় প্যারেড গ্রাউন্ডে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি থাকলো। এর আগে ২০১৬ সালে দেশটির প্রজাতন্ত্র দিবসে  অংশ নেয় ফ্রান্স। এরপরের ২০১৭ সালে অংশগ্রহণ করেছিল সংযুক্ত আরব আমিরাত। 

ইত্তেফাক/এসআর