মৃত্যু বেড়ে আট হাজার ৭২ জন

মুগদা হাসপাতালে করোনা টেস্ট করাতে নমুনা দিতে মানুষের লাইন। ছবি: ফোকাস বাংলা
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৭:০১, ২৭ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৬ মিনিট
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭২ জন।
বুধবার (২৭ জানুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫২৮ জন। এখনও পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন।
আরও পড়ুন: টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।
এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ৫০৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৮ লাখ ১৭ হাজার ৪৫টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৮৩ হাজার ৪৬৩টি।
ইত্তেফাক/জেডএইচ