শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাজেট ঘোষণা ১৩ জুন

আপডেট : ১৪ মে ২০১৯, ০৯:১৮

চলতি একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ১১ জুন মঙ্গলবার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে ওইদিন বিকাল ৫ টায় এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনেই আগামী ১৩ জুন বৃহস্পতিবার এ সরকারের প্রথম ও ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হবে।​

একাদশ সংসদের তৃতীয় অধিবেশন হলেও এটা মূলত এই সংসদ ও বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। ইতিমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখের ঘোষণা দিয়েছেন। এর ফলে বাজেট অধিবেশন হিসেবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

এরআগে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ। ওই অধিবেশনে বিএনপি থেকে নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করে অধিবেশনে অংশ নেন।

ইত্তেফাক/এমআর