শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাজেটে যেসব খাতে আয় ধরা হয়েছে

আপডেট : ১৩ জুন ২০১৯, ১৭:৩৪

২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ৩টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে তিনি বাজেট উপস্থাপন করতে শুরু করেন।

এবারের প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় আয়ের উৎস ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে। এই খাত থেকে আয় ধরা হয়েছে শতকরা ৬২ দশমিক ২ শতাংশ বা প্রায় ৩ লাখ ২৫ হাজার ৪২৪ কোটি টাকা।

এ ছাড়াও এবারের প্রস্তাবিত বাজেটে অর্থায়নের উৎস থেকে দেখা যায়, মোট বাজেটের শতকরা দশমিক ৮ শতাংশ বা প্রায় ৪ হাজার একশ ৮৫ কোটি টাকা আসবে বৈদেশিক অনুদান থেকে। বৈদেশিক ঋণ থেকে আসবে শতকরা ১২ দশমিক ২ শতাংশ বা প্রায় ৬৩ হাজার ৮২৯ কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে শতকরা ১৪ দশমিক ৮ শতাংশ বা প্রায় ৭৭ হাজার ৪৩২ কোটি টাকা। 

আরও পড়ুন:  হাসপাতাল থেকে সংসদে অর্থমন্ত্রী, বাজেট উপস্থাপন শুরু

কর ব্যতীত প্রাপ্তি থেকে আসবে শতকরা ৭ দশমিক ২ শতাংশ বা প্রায় ৩৭ হাজার ৬৭০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আসবে শতকরা ২ দশমিক ৮ শতাংশ বা প্রায় ১৪ হাজার ৬৪৯ কোটি টাকা।

ইত্তেফাক/জেডএইচডি