মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শতভাগ ভোট পড়া কোনও স্বাভাবিক ঘটনা নয়: সিইসি

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৬:২৫

একাদশ জাতীয় নির্বাচনে দুই শতাধিক কেন্দ্রে শতভাগ ভোট পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, শতভাগ ভোট পড়া কোনও স্বাভাবিক ঘটনা নয়, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। 

রবিবার (৩০ জুন) রাজধানীর এক অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। সিইসি সকালে রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

সিইসি কেএম হুদা বলেন, ভোটের পরপরই গেজেট আকারে ফল প্রকাশ হয়ে যায়। গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না। তাই খতিয়ে দেখার সুযোগ নাই। প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা যেহেতু এ বিষয়ে আগে কিছু জানাননি, তাই এখন ইসির কিছু করার নেই।

তিনি আরও বলেন, আদালতে মামলা করলে আদালত যদি নির্বাচন বাতিল করে, আবার নির্বাচন দিতে বলে সেটি আদালতের এখতিয়ার।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে : আনিসুল হক

সম্প্রতি নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে একাদশ সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ৪১ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ২১৩টিতে শতভাগ ভোট পড়ে। ৯৯ শতাংশ ভোট পড়ে ১২৭টি কেন্দ্রে। অন্যদিকে, ১০ শতাংশের কম ভোট পড়ে ১১টি কেন্দ্রে।

ইত্তেফাক/এমআই