শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৫ আগস্টে হামলার শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২৩:৪৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কোনো ধরনের হামলার শঙ্কা নেই। পুরো দেশ নজরদারিতে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।’ বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধু এখানেই নয়, আশপাশের এলাকাতেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

আরো পড়ুন: ভারতে প্রকাশ্যে মুসলিম হত্যা মামলার সব আসামি খালাস

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী হুঁশিয়ার রয়েছে। কেউ এমন কিছু (হামলা) করার চেষ্টা করলে মোকাবিলা করতে পারবো। তবে এমন কোনো আশঙ্কা নেই। আমরা সেভাবেই প্রস্তুত আছি। কাউকে ছাড় দেয়া হবে না।’

ইত্তেফাক/বিএএফ