শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিএনপি নেত্রী দিল্লী গিয়ে গঙ্গার কথা ভুলেই গিয়েছিলেন: তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৯:৫৫

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক  ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম জিয়া তো দিল্লী গিয়ে গঙ্গার পানির হিস্যার কথা বলতে ভুলেই গিয়েছিলেন।’

শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যে দলের নেত্রী দিল্লী গিয়ে পানির হিস্যার কথা ভুলেই যায়, সে দল তো পানি নিয়ে কথা বলার নৈতিক অধিকারই রাখে না।’

বাংলাদেশ ফেনী নদীর পানি ভারতকে দিয়ে দিয়েছে- মীর্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে  ড. হাছান বলেন, ‘ভারত বিরোধিতাই হচ্ছে বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য। কোনো অবস্থাতেই ফেনী নদীর পানি দিয়ে দেওয়া হয়নি। এ নদীর কিছু পানি তারা পান করার জন্য আগে থেকেই ব্যবহার করে আসছিলো, আমরা বরং সেটাকে ফ্রেমওয়ার্কের মধ্যে এনেছি। নদীর পানিপ্রবাহের দুইশত ভাগের মাত্র একভাগ তারা পানীয় হিসেবে ব্যবহার করবে।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি-ঐক্যফ্রন্ট তেল ও জলের মতো ঐক্য করার চেষ্টা করেছে, নির্বাচনেও তারা সফল হয়নি। তাদের মধ্যে অবিশ্বাস, অনৈক্য আর ভাঙন ধরেছে। আমি তাদেরকে বলবো, আগে নিজেদের ঐক্য ধরে রাখার চেষ্টা করুন।’

তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা কখনো জনগণের সাড়া পায়নি, কারণ, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত সাড়ে ১০ বছরে জনগণের অভূতপূর্ব উন্নয়ন করেছে। অন্যদিকে বিএনপির নেতৃত্বে মানুষকে অবরুদ্ধ করা আর জনগণের ওপর হামলার রাজনীতি হয়েছে।’

ইত্তেফাক/জেডএইচ