শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নৌকায় ভোট দিয়ে কামালের ষড়যন্ত্র রুখে দিতে হবে: শেখ সেলিম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০১:১৬

গোপালগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ডা. কামাল হোসেন খামোশ বলেছে। খামোশ উর্দু শব্দ। এটি পাকিস্তানের ভাষা। ডা. কামাল হোসেন কি তিনি তা খামোশ বলেই প্রমান দিয়েছেন। ঐক্য ফ্রন্টের নামে ষড়যন্ত্র ফ্রন্ট করে তারা নির্বাচন করতে চায় না। তারা নির্বাচন বানচাল করতে চায়। তিনি বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রে মেতেছেন। এ ষড়যন্ত্র করতে তিনি বিএনপি-জামায়াতের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়েছেন।'

ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, 'নৌকায় ভোট দিয়ে কামালের এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।'

তিনি রবিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

সাবেক পিপি এ্যাড. গোলাম মেহেদী খানের  সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি  সিকদার নূর মোহাম্মদ দুলু,  কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি শরীফ আশরাফ আলী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এর আগে শেখ ফজলুল করিম সেলিম সদর উপজেলার সুলতানশাহী ও মানিকহারে পথ সভায়  প্রধান অতিথির বক্তব্য দেন।

ইত্তেফাক/নূহু