কাদের মোল্লাকে ‘শহীদ’ বলাটা সমর্থনযোগ্য নয়: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শহীদের একটা সংজ্ঞা আছে। জামায়াতের কাদের মোল্লার মৃত্যু এই সংজ্ঞার মধ্যে পড়ে বলে মনে করিনা। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকাটি ঠিক করেনি। কাদের মোল্লাকে ‘শহীদ’ বলাটা সমর্থনযোগ্য নয়। আমরা এর প্রতিবাদ করছি।
শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে তিনি একথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, দৈনিক সংগ্রামের ডিক্লারেশন বাতিলের বিষয়টি একান্তই সরকারের ব্যাপার।
আরও পড়ুন: কীর্তনখোলা নদীতে লঞ্চ-কার্গোর মুখোমুখি সংঘর্ষে কার্গোডুবি
এসময় আরও উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এসএমফয়সল চিশতি, আলমগীর সিকদার লোটন ও নাজমা আখতার এমপি প্রমুখ।
ইত্তেফাক/এএএম