বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’ গানের কারিগর যারা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:০০

‘জয় বাংলা জিতবে আবার নৌকা/ শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন।’ হাট-মাঠে, অলি-গলি, রাস্তায় কান পাতলেই শোনা যাচ্ছে এই গানটি। ইতোমধ্যে গানটি বেশ আলোচিত হয়েছে। প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। 

আওয়ামী লীগের প্রার্থীরা গানটি প্রচারণার জন্য ব্যবহার করেছেন। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানটির সঙ্গে নেচে ফ্লাশমবও তৈরি করেছে। ইউটিউবে অসংখ্য চ্যানেল থেকে নানারকম ভিডিও করে এটি প্রকাশ করা হয়েছে। প্রিয় গানে পরিণত হয়েছে তরুণ প্রজন্মের কাছে। 

উটিউবে ৯ লাখের বেশি ভিউ হয়েছে। তবে এই গানটি যারা বানিয়েছেন তাদের নিয়ে ছিল বেশ কৌতূহল। অনেকে জানতে চেয়েছেন গানটি কার লেখা, কে সুর করেছে, কে গেয়েছেন, মিউজিক করেছেন কে, এসব। 

খোঁজ নিয়ে জানা যায়, ‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’ গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। আর কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। গানটির ভিডিওচিত্র প্রযোজনায় ছিলেন তৌহিদ হোসেন। সম্পাদনা ও কালার সমন্বয় করেছেন হৃদয় হোসেন। 

আরো পড়ুন: পুলিশ কনেস্টবল লাঞ্ছিতের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ইত্তেফাক/জেডএইচ