ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন (ফাইল ছবি)
অনলাইন ডেস্ক১৮:৩৫, ২৯ ডিসেম্বর, ২০১৮ | পাঠের সময় : মিনিট
রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।
রবিবার সকালে তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লতিফুল বারী হামীম।
আরও পড়ুনঃ গুগল সার্চ লিস্টের শীর্ষে সানি লিওন
একই সঙ্গে ড. কামাল হোসেন ভোটারদের সকাল সকাল কেন্দ্রে যেয়ে ভোট দিতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘রাত পোহালেই ভোট, দেশে এখন উৎসবের আবহ থাকার কথা কিন্তু মানুষের মনে এখনও অনেক সংশয়, সন্দেহ। এ সংশয় দূর করা খুবই জরুরি। সম্মানিত ভোটারদের অনুরোধ করছি। আপনারা সকাল সকাল কেন্দ্রে যান, ভোট দিন, আপনারা ভয় পাবেন না, আপনারা গেলে দুর্বৃত্তরাই পালিয়ে যাবে। জনগণের শক্তির সাথে তারা পারবে না।’
ইত্তেফাক/কেকে