শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নির্বাচন বাতিলের দাবি অযৌক্তিক, অসাংবিধানিক: হানিফ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৮:৩৮

বিএনপির ভোট বাতিলের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন বাতিলের দাবি অযৌক্তিক, অসাংবিধানিক।’ 

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাস ভবনে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণ উন্নয়ন, অগ্রযাত্রার পক্ষে মহাজোটকে ভোট দিয়েছে। যেসব অপরাধী বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।’

আরও পড়ুনঃ ট্রাম্প কথা না রাখলে নিরস্ত্রীকরণ হবে না, হুঁশিয়ারি কিমের

এ সময় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আকতারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সম্পাদক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/অনি