বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তারেক দণ্ডিত আসামি তাই ফেরত আনা হবে: আইনমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২০:২৪

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা দণ্ডিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দু’টি কারণে ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনা হবে জানিয়ে তিনি বলেন, তারেক দণ্ডিত আসামি এবং বিদেশে অবস্থান করছেন বিধায় তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বুধবার রাজধানীর গুলশানে তার নিজ বাসায় ব্রিটেনের অ্যাম্বাসেডর সৌজন্য সাক্ষাৎ করতে এলে আইনমন্ত্রী এ সব কথা বলেন।

আরও পড়ুন: আবরারকে চাপা দেয়া বাসটি চালাচ্ছিলেন কন্ডাকটর

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তাই তারেকের স্থান হবে কারাগারে। দ্বিতীয় কারণ হিসেবে আইমমন্ত্রী আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।

উল্লেখ্য, জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালে সপরিবারে লন্ডন যাওয়ার পর আর ফেরেননি তারেক। তার অনুপস্থিতিতেই মুদ্রা পাচার ও দুর্নীতির দু’টি মামলায় তাকে সাত ও দশ বছরের সাজার রায় দিয়েছে আদালত। এ ছাড়া ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলাতে তার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও হয়েছে।

ইত্তেফাক/এমআই