শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো অধিকার নেই’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:২৮

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘যারা জনগণের ভোট নিয়ে জনগণের সঙ্গে বেঈমানি করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে তাদের এখন জনগণের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। তারা দেশের মানুষের কল্যাণ চায় না। তারা ইসলামের দোহাই দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হয়ে মসজিদ মাদ্রাসার টাকা লুটপাট করে খায়। তাদের এসব ধোঁকাবাজি সম্পর্কে মানুষ সবই বুঝে গেছে।'

মন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার দিনব্যাপী চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

তিনি বলেন, ‌‌‘দেশে স্বাধীনতা বিরোধী রাজাকারের দোসরদের রাজনীতি করার কোনো প্রকার অধিকার নেই। তারা আবারো দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে, তাই তাদের ব্যাপারে সবাইকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’ 

আরো পড়ুনঃ ঢাকা ১ আসনে বিএনপির প্রার্থী আশফাক আটক

উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল আলম মজুমদার, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম মজুমদার, সাধারণ সম্পদক মাসুদুল আলম মাসুদ প্রমুখ। 

এর আগে মন্ত্রী কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর, যুগিরকান্দি, অশ্বদিয়া, কাতালিয়া, কাশিনগর মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

ইত্তেফাক/কেকে