বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জনপ্রিয়তা বাড়ায় বিপাকে জুম

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১২:৫১

প্রাণঘাতী করোনা ভাইরাসে লকডাউন হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরে বসেই অফিসের কাজ থেকে শুরু করে সেরে নেয়া হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ।  এমন পরিস্থিতিতে বিশ্বে বেশ জনপ্রিয়তা পায় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। তবে এই জনপ্রিয়তার কারণে এবার বিপাকে পড়েছে কোম্পানিটি। মার্কিন আদালত থেকে এই অ্যাপের বিরুদ্ধে তদন্ত চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে জুমের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। এ বিষয়ে নিউ ইয়র্কের  অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমস জুমকে একটি চিঠি পাঠিয়েছে। যেখানে জনপ্রিয়তা বাড়ার পর জুমের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে কিনা তা নিয়ে জানতে চাওয়া হয়েছে।

এদিকে এমন চিঠি পাওয়ার পর জুমের এক মুখপাত্র বলেন, জুম ব্যবহারকারীদের গোপনীয়তা, নিরাপত্তা এবং বিশ্বাস খুব গুরুত্বসহকারে দেখে। বিশ্বব্যাপী মহামারি আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর আমরা হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য সচল রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছি  । বিবিসি। 

ইত্তেফাক/এআর

এ সম্পর্কিত আরও পড়ুন