শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্ক্রিনশট ব্লকিং ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১০:২৮

চ্যাটিংয়ের স্ক্রিনশট নেওয়া বন্ধে পদক্ষেপ নিচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটিতে শিগগিরই আসছে নতুন আপডেট। পাশাপাশি নতুন আপডেটে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং নিয়েও পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিররের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়, নতুন এই আপডেট আসার পর থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে ইউজারকে। ইতোমধ্যেই আইওএস সংস্করণে নতুন এই ফিচারটি যোগ করেছে হোয়াটসঅ্যাপ। তবে আইওএস ডিভাইসগুলোতে প্রতিবার স্ক্যান করে চ্যাটিংয়ে ঢুকতে হয় ইউজারকে। এবার প্রতিটি চ্যাটে নয় বরং পুরো অ্যাপটিকেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের আওতায় আনার জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন:  আর মাত্র ৩ পয়েন্টের অপেক্ষা বার্সার

এর আগে সম্প্রতি নতুন এই ফিচারের বেটা সংস্করণের একটি ছবি দেখিয়ে ওয়াবেটালইনফো জানায়, 'পুরো অ্যাপটিই সুরক্ষিত করা হবে। এর ফলে হোয়াটসঅ্যাপে ঢুকতে ইউজারকে তার পরিচয় শনাক্ত করতে হবে। ফিচারটি চালু করা থাকলে হোয়াটসঅ্যাপ খুলতে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। পাশাপাশি স্ক্রিনশট ব্লকের ফিচারটিও কার্যকর থাকবে'।

ইত্তেফাক/জেডএইচডি

এ সম্পর্কিত আরও পড়ুন