শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পর্দা উঠলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৪

ভারত ও স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচের মধ্যদিয়ে পর্দা উঠলো নারী টি-টোয়েন্টি-২০২০ বিশ্বকাপের।  মোট ১০টি দেশ লড়াই করবে এবারের বিশ্বকাপে।  সোমবার (২৪ জানুয়ারি) ভারতের বিপক্ষে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। 

এবারের বিশ্বকাপে শিরোপার দৌড়ে এগিয়ে থেকে উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গত আসরে শেষচার পর্যন্ত গিয়েছিলেন ভারতের মেয়েরা। 

এবারের বিশ্বকাপে অনেকেই বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন। তবে শিরোপার দৌড়ে ভারত ও নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডকেও ফেলে দেয়ার উপায় নেই। 
অস্ট্রেলিয়া দল পুরোটাই অভিজ্ঞতায় ভরপুর। দলে উইকেটরক্ষক অ্যালিসা হিলি। ইনি আবার মিচেল স্টার্কের স্ত্রী ও ইয়ান হিলির ভাইয়ের মেয়ে। টমের ক্যাপ্টেন মেগ ল্যানিংয়েরও অভিজ্ঞতা বিশাল। থাকছেন নারীদের ক্রিকেটে তারকা এলিস পেরিও। ভারতের বড় শক্তি স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মাদের ব্যাট।

ইত্তেফাক/এসআই