বাবা হওয়ার পর টুইটার বায়ো পরিবর্তন কোহলির

বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৫:৩১, ২০ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বাবা হওয়ার পর নিজের অফিশিয়াল টুইটকার অ্যাকাউন্টের বায়ো পরিবর্তন করলেন ভারতীয় অধিনায়ক।
বায়ো পরিবর্তন করে কোহলি লেখেন, একজন গর্বিত স্বামী ও বাবা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, টুইটার বায়ো পরিবর্তন করার পর নেটিজেনদের ভালোবাসায় সিক্ত হয়েছেন কোহলি।
গত ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন আনুশকা। সেদিন বিরাট কোহলি নিজের টুইটার থেকে বাবা হওয়ার খবর জানালেও এখন পর্যন্ত তার মেয়ের কোনো ছবি প্রকাশ করেননি। তার কন্যাকে এক ঝলক দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
ইত্তেফাক/টিআর