শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোহলির ব্যাটে ভারতের জয়

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০৩:২৯

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইশান কিশান ও কোহলির ঝোড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। 

প্রথম টি-টোয়েন্টিতে হারার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডকে তারা হারিয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রান তুলে ইংলিশরা। জবাবে ১৩ বল হাতে রেখে জয় পায় ভারত ।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি ইংল্যান্ডের। শূন্য হাতে ফেরেন জস বাটলার। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন জেসন রয় ও মালান। দু'জন মিলে যোগ করেন ৬৩ রান। ব্যক্তিগত ২৪ রানে চাহালের শিকার হন মালান। দারুণ ব্যাট করা জেসন রয় ফিরে যান ৪৬ রানে।

এরপর জনি বেয়ারস্টো আউট হন ২০ রান করে। শেষ দিকে অধিনায়ক মরগানের ২৮ ও বেন স্টোকসের ২৪ রানে ৬ উইকেটে ১৬৪ রানের পুঁজি পায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুরানের শিকার হন লোকেশ রাহুল। এরপর অভিষেক হওয়া ইশান কিশান ও দলপতি বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথ সুগম হয় স্বাগতিকদের। অভিষেকেই মারকুটে ইনিংস খেলেছেন ইষান। তুলে নেন ফিফটি।

আদিল রশিদের বলে ফিরে যাওয়ার আগে ৩২ বলে করেন ৫৬ রান। তবে তাণ্ডব চালাতে থাকেন কোহলি ও পন্ত। ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন কোহলি। অন্যপ্রান্তে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন পন্ত। দলকে জয় এনে দেয়ার সঙ্গে নিজেও স্পর্শ করেন অনন্য এক মাইলফলক। আন্তর্জাতিক টি-২০তে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি। নিজের ২৬ তম ফিফটি তুলে নিয়ে ভারত দলপতি অপরাজিত থাকেন ৭৩ রানে।


ইত্তেফাক/এনএ