শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুর্ঘটনায় জার্মান কিংবদন্তি মাইকেল বালাকের ছেলের মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:৫৪

সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার ও সাবেক অধিনায়ক মাইকেল বালাকের ছেলে এমিলিও বালাক। বুধবার (৪ আগস্ট) পর্তুগালের লিসবনে স্থানীয় সময় রাত দুইটায় কোয়াড বাইক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

জার্মানির তারকা মিডফিল্ডার মাইকেল বালাকের তিন ছেলের মধ্যে মেজ এমিলিও। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৮ বছর। পর্তুগিজ টিভি চ্যানেল টিভিআই ২৪-কে সূত্র হিসেবে জানিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, ছুটি কাটানোর জন্য লিসবনের দক্ষিণে ত্রোইয়াতে গিয়েছিলেন এমিলিও বালাক। সেখানেই এ দুর্ঘটনা ঘটে। কয়েক বছর আগে এই ত্রোইয়াতেই বাড়ি কেনেন মাইকেল বালাক।

 

Former Chelsea midfielder Michael Ballack’s son Emilio has reportedly been killed in a quad crash in Portugal.

Tragic news. Thoughts are with Michael Ballack and his family ????❤️ pic.twitter.com/LxVdUsdWTD

— SPORTbible (@sportbible) August 5, 2021

 

জার্মানির জার্সিতে ২০০২ বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন বালাক। এরপর ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে দলটির নেতৃত্ব দেন। ২০১২ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।

দীর্ঘদিনের বান্ধবী সিমোনে লাম্বের ঘরে বালাকের তিনি সন্তানের জন্ম। এর মধ্যে ২০০১ সালে জন্ম নেয় বড় ছেলে লুইস, তার পরের বছর এমিলিও এবং ২০০৫ সালে জর্দি বালাক। ২০০৮ সালে এই জুটি বিয়ে করলেও তা চার বছরের বেশি টেকেনি।

ইত্তেফাক/টিএ