শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিরিজ জেতার জন্য খেলবে বাংলাদেশ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৯:১১

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু বিকেল ৩টায়। দুপুর থেকেই একাকী শেরেবাংলার সেন্টার উইকেটে ব্যাটিংয়ে ব্যস্ত মুশফিকুর রহিম। দলীয় অনুশীলনের আগে ব্যাটিংয়ের এক পর্ব সেরেছেন মুশফিক। পরে বিকেলে আবারও ব্যাটিং করেছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজটা গুরুত্বপূর্ণ হলেও গতকাল অনুশীলনের প্রথম দিনে দলে ডাক পাওয়া ১৪ ক্রিকেটারের মধ্যে সাত জনকে পাওয়া গেল।

 

মাশরাফি বিন মুর্তজা, মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমানরা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। গত কয়েকদিন ধরে অনুশীলন করা তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন উপস্থিত ছিলেন না গতকাল। অনুশীলনে যোগ দেননি সাব্বির রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। এর মধ্যে মিঠুন, রুবেল, সাইফ ও সাব্বির আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে একদিনের ম্যাচ খেলবেন। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন, ব্যাটিংয়ে ওয়াসিম জাফর, বোলিংয়ে চম্পকা রমানায়েকে, ফিল্ডিংয়ে সোহেল ইসলাম ও স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন এদিন ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন।

 

সর্বশেষ কয়েকদিন জিম করেছেন মাশরাফি। বিশ্বকাপের পর গতকালই প্রথম বোলিং করেছেন ওয়ানডে অধিনায়ক। সাকিব আল হাসান খেলবেন না এই সিরিজে। হজব্রত পালনের জন্য ছুটি নিয়েছেন তিনি। বিয়ের কারণে ছুটি নিয়েছেন লিটন দাসও।

 

তাদের অনুপস্থিতিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা হারানোর টার্গেট নিয়েই কলম্বো যাবে বাংলাদেশ। সাকিব-লিটন ছাড়া সম্ভাব্য সেরা দলটা পাওয়া গেছে বলেই মনে করেন খালেদ মাহমুদ সুজন। সাকিব না থাকায় দলের ভারসাম্যে কিছুটা প্রভাব পড়বে বলে জানিয়েছেন তিনি।

 

 

তিন বছর পর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, এক বছর পর এনামুল হক বিজয়কে ওয়ানডে দলে ডাকা হয়েছে। শ্রীলঙ্কা সফরের দল নিয়ে গতকাল সুজন বলেছেন, ‘এটা আমাদের সম্ভাব্য সেরা দল। যেহেতু নির্বাচকরা দিয়েছেন অবশ্যই এটা সেরা দল এবং সকলেই এখানে সামর্থ্যবান। সবাই অভিজ্ঞ, আমি মনে করি অবশ্যই এই দল নিয়ে ভালো করা সম্ভব।’

 

বর্তমানে ওয়ানডেতে একটু পিছিয়ে থাকলেও হোম কন্ডিশনে শ্রীলঙ্কা বরাবরই ভালো দল। র্যাংকিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যেই খেলতে নামবে। সুজন বলেছেন, ‘বাংলাদেশ এখন প্রতিটা ম্যাচই খেলে জেতার জন্য। আমি জানি, ড্রেসিংরুমে থেকে আমি যতটা বুঝি, আমরা প্রতিটা ম্যাচ খেলি জেতার জন্য। শ্রীলঙ্কা সিরিজে সব ম্যাচই জেতার জন্য আমরা খেলব। নিঃসন্দেহে সিরিজ জেতার জন্য খেলব।’

আরো পড়ুন : বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু আজ

গত বছর নিদাহাস ট্রফিতে প্রেমাদাসা স্টেডিয়ামে দুইবার লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। এবার দিবারাত্রির তিনটি ওয়ানডেই হবে প্রেমাদাসায়। ফরম্যাট ভিন্ন হলেও সেই অভিজ্ঞতা আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশকে। সুজন বলেন, ‘শ্রীলঙ্কা ওদের কন্ডিশনে ভালো দল। নিদাহাস ট্রফিতে আমরা ভিন্ন ফরম্যাটে খেলেছি। তারপরও আমরা ভালো খেলেছি। আমি মনে করি এটা আমাদের জন্য আরেকটা সুযোগ ভালো ক্রিকেট খেলার জন্য।’ বিশ্বকাপ শেষে এক সপ্তাহের বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা। লঙ্কা সফরে ভালো খেলতে মুখিয়ে টাইগাররা। সুজন বলেন, ‘আমাদের দলের হয়ত সাকিব নেই। কিন্তু আমাদের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার, মাশরাফি, মুশফিক, রিয়াদ, তামিম আছে এখনো। তাছাড়া তরুণ যারা আছে সকলে কিন্তু ভালো ফর্মে আছে। আমি বিশ্বাস করি, ভালো একটি বিশ্রাম হয়েছে। সবাই সতেজ আছে। ভালো ক্রিকেট খেলার জন্য সবাই উদগ্রীব আমি মনে করি।’

 

বিশ্বকাপে ৬০৬ রান, ১১ উইকেট পাওয়া সাকিবকে এই সিরিজে পাবে না বাংলাদেশ। তার অভাব পূরণ হওয়ার নয় বলেই মনে করেন সুজন। গতকাল তিনি বলেছেন, ‘সাকিবের জায়গা তো পূরণীয় নয়। সাকিব তো সাকিবই। বিশ্বের সেরা অলরাউন্ডার। ওকে না পাওয়া স্বাভাবিকভাবে আমাদের দলের ভারসাম্যে ব্যাঘাত ঘটবে।’

 

ইত্তেফাক/ইউবি