আম্পায়ারের অবাধ্য : পোলার্ডের জরিমানা

ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কাইরেন পোলার্ড।
অনলাইন ডেস্ক০৫:১২, ০৭ আগস্ট, ২০১৯ | পাঠের সময় : মিনিট
ম্যাচ চলাকালে আম্পায়ারের অবাধ্য হওয়ায় জরিমানা গুনতে হলো ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কাইরেন পোলার্ডকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে—ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও পেয়েছেন এই ক্যারিবিয়ান।
ঘটনার সূত্রপাত গেল রবিবার, ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। ওভারের মাঝপথে একবার বদলি ফিল্ডার ডাকেন পোলার্ড। আম্পায়ার বলেছিলেন, ওভার শেষে ওই ফিল্ডার ডাকতে। তারপরও বারবার ডাকতে থাকেন পোলার্ড।
মাঠের দুই আম্পায়ার নাইজেল ডুগুইড ও গ্রিগোরি ব্র্যাথওয়েট, তৃতীয় আম্পায়ার লেসলি রেইফার তার বিপক্ষে অভিযোগ আনার পর সেটি অস্বীকার করেন পোলার্ড।ম্যাচ রেফারি জেফ ক্রো তাই শুনানিতে ডাকেন পোলার্ডকে। আর সেখানেই দোষী প্রমাণিত হন তিনি।
ইত্তেফাক/ইউবি