শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টাইগারদের প্রধান কোচ ডমিঙ্গো ঢাকায়

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৯:৪০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় পৌঁছেছেন। দক্ষিণ আফ্রিকান এই কোচ আজ মঙ্গলবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। নতুন বাসা ঠিক হওয়ার আগে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে থাকবেন তিনি। বুধবার সকালে মিরপুর শেরে বাংলায় জাতীয় দলের প্র্যাকটিসে যোগ দেবেন ডমিঙ্গো।  

মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্টও ঢাকায় পৌঁছান। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ছাড়া বাংলাদেশের হেড কোচ, ব্যাটিং কোচ আর পেস বোলিং কোচ তিনজনই দক্ষিণ আফ্রিকান।

আরও পড়ুন : সাঁথিয়ায় শিক্ষা অফিসে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

ডমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট আসার আগেই সোমবার থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার নাগাদ সেই ট্রেনিং শেষ হবে। তারপর আগামী সপ্তাহের শুরু থেকে নতুন কোচিং স্টাফের অধীনে শুরু হবে ক্রিকেট প্র্যাকটিস ও স্কিল ট্রেনিং।  

ইত্তেফাক/কেআই