শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:২৬

চট্টগ্রামে আমরণ অনশন শুরু করেছে আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গেইট সভা, ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল ও ২৪ ঘণ্টার কর্মবিরতির কর্মসূচির পর এবার আমরণ অনশন করছে চট্টগ্রামের আমিন জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাটকল সমূহের শ্রমিকরা।

আমিন জুটমিল সিবিএ’র দপ্তর সম্পাদক মো. কামাল উদ্দিন ইত্তেফাককে বলেন, ‘মঙ্গলবার সকাল ৮টা থেকে মিল গেইটে পূর্ব ঘোষণা অনুসারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। এসময় আমিন জুটমিল গেইটে কর্মসূচিতে এসে যোগ দেন চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামের আমিন জুট মিলেও শ্রমিকদের আমরণ অনশন চলছে। একারণে মিলের কাজকর্ম বন্ধ ছিলো।’

আরও পড়ুন: থানার ভেতরে যুবলীগ নেতার জন্মদিন পালন করলেন ওসি!

মিল গেইটে অনশন কর্মসূচিস্থলে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ তাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখছিলেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘আমিন জুটমিলের ৪ হাজার শ্রমিকসহ আন্দোলনে সামিল অন্যান্য ৯টি জুটমিলের শ্রমিকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে ফিরবেন না।’

অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আমিন জুট মিলের শ্রমিকনেতা শামসুল আলম, জামাল হোসেন, সিবিএ যুগ্ম-সম্পাদক মো. মোস্তফা, আবদুল আলীম, মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ। তারা শ্রমিকদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রতি আহ্বান জানান। 

ইত্তেফাক/এএএম