শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়া-৬: খালেদার আসনে বিপুল ভোটে জয়ী ফখরুল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:১৭

বগুড়া-৬ (সদর) আসনে দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
এই আসনের মোট ১৪১টি কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

আরো পড়ুন: ভোট গণনা চলছে, এগিয়ে আওয়ামী লীগ

এই আসন থেকে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনবার নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেননি। তার পরিবর্তে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বীতা করেন।  

ইত্তেফাক/কেআই