বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা আক্রান্ত বিএনপি নেতার লাশ দাফনে এগিয়ে এলো ছাত্রলীগ

আপডেট : ৩০ মে ২০২০, ১৬:২৯

দেবিদ্বারে করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া দেবিদ্বার উপজেলা সাবেক বিএনপির সভাপতি মো. আবদুস সালাম ভূঁইয়ার মরদেহের দাফন সম্পন্ন করলো হ্যালো ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’র একটি টিম। শুক্রবার দিবাগত রাত ২টায় দেবিদ্বার উপজেলার হোসেনপুরে তার নিজের প্রতিষ্ঠিত মাদরাসা মাঠে স্থানীয়দের সহযোগিতায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাফরগঞ্জ ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান ও দেবিদ্বার উপজেলার সাবেক বিএনপি সভাপতি আবদুস সালাম ভূঁইয়া। 

জানা গেছে, এর আগে সকালে উপজেলার ভিরাল্লা গ্রামের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া খসরুল আলম (রিপন) খাঁন জানাজা, দাফন কাফনের ব্যবস্থা করেন হ্যালো ছাত্রলীগের ওরা ৪১ জনের একটি টিম। কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইকবাল হোসেন রুবেলের সার্বিক সহযোগিতায় 'হ্যালো ছাত্রলীগ’র ‘ওরা ৪১ জনের টিমে আরও আছেন ছাত্রলীগ নেতা নাজমুল হাসান, মো. আনোয়ার হোসেন বাপ্পু, মো. আমির হোসেন, হাফেজ তোফায়েল, ক্বারী কামাল উদ্দিন, হাফেজ নাজিম উদ্দিন ও মাওলানা খালিদ সরকারসহ আরও অনেকে। 

এমপি রাজী মোহাম্মদ ফখরুল বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে তার পরিবার সদস্যদের  প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ছাত্রলীগের ‘ওরা ৪১জন’ টিমকে ধন্যবাদ। তারা মানুষের এমন দুর্দিনে এগিয়ে এসেছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, দেশের এমন  কঠিন সময়ে ছাত্রলীগ এগিয়ে এসেছে অনন্য নজির স্থাপন করেছে। সর্বাধিক ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন করা এটি একটি মহৎ উদ্যোগ।

প্রায়ত আবদুস সালাম ভূঁইয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মুঞ্জুরুল আহসান মুন্সি, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, হংকং বিএনপির সভাপতি এএফএম তারেক মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিনসহ আরও অনেকে।

ইত্তেফাক/এসি