শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাটোরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২০, ১৭:০৭

নাটোরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে লোকমান হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৯জুন) বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত লোকমান নাটোর সদর উপজেলার তেবাড়িয়ার মজনুর মোড় এলাকার মৃত সোলেমান প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, লোকমান নারায়ণগঞ্জে চাকরি করতেন। অসুস্থ হওয়ার কারণে গতকাল রবিবার রাতে লোকমান এবং তার ছেলে মামুন নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন। তার জ্বর সর্দি এবং গলা ব্যথা ছিল। এরপর আজ বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভ্যানের ওপরেই তার মৃত্যু হয়। লোকমান মারা যাওয়ার পর লোকমানের স্ত্রী ও ছেলে বাসা থেকে পালিয়ে গিয়েছেন। বর্তমানে তার দুই মেয়ে সানজিদা ও নুরজাহান বাসায় আছেন। এলাকার লোকজন ধারণা করছেন লোকমান করোনা আক্রান্ত হয়েই মারা গেছেন।

আরো পড়ুন: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে সবকিছু পরীক্ষা করে বাড়ি লকডাউনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন।

ইত্তেফাক/এএএম