শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পীরগঞ্জে গোপন বৈঠক থেকে তিন জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৪

রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের একটি মসজিদে গোপন বৈঠক করার সময় জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চাঁদা আদায়ের রশিদ, জামায়াতের বিভিন্ন কার্যক্রমের কাগজপত্রসহ অন্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পীরগঞ্জ উপজেলা সদরের উপকণ্ঠে বালুয়াহাট জামে মসজিদ থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পীরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউল ইসলাম, জামায়াত নেতা রিপন ও নুরন্নবী।

পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলায় জামায়াতের রাজনৈতিক তৎপরতা হঠাৎ বৃদ্ধি পাওয়ার তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারি চলছিল। গোপনে খবর পেয়ে পুলিশ মসজিদে অভিযান চালিয়ে তিন জামায়াত নেতাকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রষ্ট্রোদ্রোহের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। 

ইত্তেফাক/এসি