শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কিশোরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৭

নীলফামারীর কিশোরগঞ্জের ধাইজান নদীতে জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে সালাম মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি ময়দানের পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের জয়নুদ্দি মিয়ার ছেলে।

বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু জানান, বুধবার সকালে বাহাগিলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নদীর পাড় গ্রামের বাসিন্দা জয়নুদ্দি মিয়ার ছেলে কৃষক আব্দুস সালাম ধাইজান নদীতে মাছ শিকার করতে যায়। এসময় ময়দানের পাড় নামকস্থানে গিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরার সময় জালসহ নদীতে তলীয়ে যায়। নদী পাড়ে থাকা মানুষেরা সালামকে নদীতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরীদল আসার আগেই এলাকাবাসী কৃষক সালামের লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/এমআর