শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুয়াডাঙ্গায় মাটিচাপায় ইটভাটার ২ শ্রমিক নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১২:২০

চুয়াডাঙ্গায় একটি ইটভাটায় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলা সদরের জয়রামপুর এলাকায় শেখ ব্রিকস নামের ওই ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের মৃত কালা চাঁদ মণ্ডলের ছেলে আব্দুল হান্নান (৪৫) ও একই উপজেলার নতুন বাস্তপুর গ্রামের মৃত লাল মন্ডলের ছেলে বাবু মন্ডল (৫০)।

আরও পড়ুন: বরিশালে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ ব্রিকস নামের ইটভাটায় কাজ করছিলেন প্রায় অর্ধশত শ্রমিক। এ সময় সকাল সাড়ে ৮টার দিকে স্তুপ করে রাখা মাটির একটি অংশ ধসে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক। গুরুতর আহত হন আরও তিনজন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার পর পর ইটভাটার মালিক পলাতক রয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআরএম