বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জনসম্পদ যেন জনআপদে পরিনত না হয়: দুদুক চেয়ারম্যান

আপডেট : ১৯ মে ২০১৯, ২০:৪৭

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যে শিক্ষা আমাদের শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সক্ষমতা বৃদ্ধি করতে পারে না, সেই শিক্ষা শিক্ষাই নয়। অভিভাবকরা তাদের সন্তানকে যেন শুধু পাশ করার জন্য সন্তানকে স্কুলে পাঠায় না, তাদেরকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্যও পাঠায়।’

রবিবার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘একটি প্রতিষ্ঠানের শতভাগ পাশ করাই মূখ্য বিষয় নয়, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার মূল ভিত্তি রয়েছে কি না তা পরখ করা প্রয়োজন। তাই শিক্ষকদের তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আপনাদের মনে রাখতে হবে দায়িত্ব পালন না করাও একটি অপরাধ।’

তিনি বলেন, ‘শিক্ষক শিক্ষকই। স্বয়ং প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি কিভাবে তার শিক্ষকদের সম্মান করেন। রাষ্ট্রপতির কাছে আমরা কয়েকদিন পূর্বে কিছু সুপারিশমালা প্রেরণ করেছি। সেই সময় রাষ্ট্রপতি আমাদেরকে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কাজ করতে বলেছেন। আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি, এ বছর আমরা শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করবো। আমরা আপনাদের কর্মকাণ্ডের উপর দৃষ্টি রাখবো। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা নির্ভয়ে কাজ করবেন। দুদক আপনাদের পাশ রয়েছে। কেউ আপনাদের সঠিক দায়িত্ব পালন করতে বাঁধা দিলে আপনারা ডিসিকে জানাবেন। আমরা তাকে চ্যাপ্টা করে দিবো। আমার নিজ এলাকা যেহেতু ফরিদগঞ্জ, তাই চাই এখান থেকেই আমরা এ ব্যাপারে যাত্রা শুরু করবো।’

আরও পড়ুন: চট্টগ্রাম বিমান বন্দরে সোয়া ১১ কেজি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ আলী আফরোজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহাম্মদ।

ইত্তেফাক/নূহু