মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিংড়ায় ১ মায়ের গর্ভে ৪ সন্তানের জন্মলাভ

আপডেট : ২৫ মে ২০১৯, ১৯:০৩

নাটোরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন শাহিদা বেগম (৩৫) নামের এক মা। চার সন্তানের মধ্যে একটি ছেলে ও বাকি তিনটি মেয়ে সন্তান। শনিবার দুপুর ২টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে সন্তানগুলো জন্ম নেয়। 

স্বাভাবিক প্রসবের মাধ্যমে চার সন্তানের জন্ম হওয়ায় বাবা, মা থেকে শুরু করে আত্মীয়রা সবাই খুশি। শাহিদা নাটোরের সিংড়ার শেরকোল ইউনিয়নের ভাগনারকান্দি গ্রামের মিলনের স্ত্রী। 

মিলন জানান, সকালে স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে তাকে নাটোর সদর  হাসপাতালে নিয়ে ভর্তি করেন তারা। পরে দুপুর ২টার দিকে হাসাপাতালের চিকিৎসক ফজলুল কাদিরের তত্বাবধানে শাহিদা একে একে চার সন্তানের জন্ম দেন। পরে সদ্য প্রসূত চার সন্তান ও মা শাহিদাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মাটি চাপা দেওয়া ওষুধ ও সরঞ্জামাদি উদ্ধার

নাটোর আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফজলুল কাদির জানান, শাহিদা একে একে চার সন্তানের স্বাভাবিক প্রসব করেন। কিন্তু একসঙ্গে চারটি বাচ্চা হওয়ার কারণে যে কোন ধরনের অনাকাঙ্খিত সমস্যা দেখা দিতে পারে। সে সমস্যা এড়াতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মা ও সন্তানরা ভালো আছে।

ইত্তেফাক/নূহু