শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহাসড়কে যানজট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন

আপডেট : ০৪ জুন ২০১৯, ১৬:৩৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটে আটকা পড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ যাত্রীরা। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুরে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান জানান, 'মহাসড়কের রসুলপুর এলাকায় টাঙ্গাইলের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে তাতে আগুন লাগিয়ে দেয় মহাসড়কে যানজটে আটকা পড়া বিক্ষুব্ধ যাত্রীরা। অবশ্য এসময় গাড়িতে ম্যাজিস্ট্রেট ও চালক ছিলেন না। তারা সেখানে গাড়ি রেখে এলেঙ্গার দিকে হেঁটে যাচ্ছিলেন যানজট পর্যবেক্ষণ করতে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে দেয়।' 

আরও পড়ুন:  দেশের বিভিন্ন স্থানে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত

তিনি আরও বলেন, 'গাড়িতে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। তবে যাত্রীরদের মধ্য থেকে কেউ কেউ বিক্ষুব্ধ হয়ে এ কাজ করতে পারে।'  তবে মহাসড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেওয়ার মতো কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

ইত্তেফাক/জেডএইচডি