শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুলিশের খোয়া যাওয়া সেই অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০১৯, ২০:১৭

খুলনায় উপজেলা নির্বাচনের দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যের কাছ থেকে খোয়া যাওয়া সেই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। ২২ ঘণ্টা পর বুধবার বেলা ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাগান থেকে তা উদ্ধার করা হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, মঙ্গলবার (১৮ জুন) দুপুরে দিঘলিয়া থানার এএসআই নাজমুল হকের পিস্তল ও ১২ রাউন্ড গুলি খোয়া যায়। তদন্ত শুরু হয়। পরে তথ্যের ভিত্তিতে বুধবার অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: খেতে বসে বমি, ৫ তলা থেকে তরুণীর ঝাঁপ

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ওই অফিসার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালি ডিউটিতে যান। দুপুর ২টার সময় পিস্তল ও গুলি বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ব্যাগের মধ্যে রেখে বাইরে যান। ফিরে এসে আর পাননি। পরে এ ঘটনায় নির্বাচনী কেন্দ্র বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সন্দীপ কুমার রাহা ও রাজমিস্ত্রীর হেলপার বুলবুল খাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডুমুরিয়া থানা পুলিশ। এ ছাড়া নাজমুল হককে নজরবন্দি করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাৎক্ষণিকভাবে অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ইত্তেফাক/অনি