শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যতদিন শেখ হাসিনা বাংলাদেশের সেবা করবেন ততদিন আপনাদের চিন্তা করতে হবে না: আইনমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:০৯

আইনমন্ত্রী মো. আনিসুল হক এমপি বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরতে শুরু করেছে। দেশের সব মানুষ এই উন্নয়নের সুবিধা ভোগ করছে, করবে। যতদিন শেখ হাসিনা বাংলাদেশের সেবা করে যাবেন ততদিন আপনাদের দুশ্চিন্তা করতে হবে না।’

বৃহষ্পতিবার চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে ব্রজগোপাল টাউন হলে জেলা দায়রা জজ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুধী সমাবেশে আইনমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু নির্মিত হচ্ছে। তিনি বাংলাদেশকে আনবিক শক্তির দেশ হিসেবে পরিচিত করেছেন। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি ভোলার গ্যাস দিয়ে ভোলার মানুষের জন্য উন্নয়নের স্বপ্ন দেখছেন।’

চরফ্যাশন আইনজীবি সমিতির সাধারণ সম্পাদকের দাবির প্রেক্ষিতে আইনমন্ত্রী তার বক্তব্যে খুব শিগগির চরফ্যাশনে ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল হবে বলে প্রতিশ্রুতি দেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ ফেরদাউস আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘চরফ্যাশনে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতসহ অন্য আদালতের কার্যক্রম চালু করায় এখানকার দরিদ্র মানুষের বছরে অতিরিক্ত ২৪ কোটি টাকার খরচ সাশ্রয় হয়েছে। কমেছে দুর্ভোগ।’

সুধী সমাবেশে অন্যদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আকতার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মুজাম্মেল হক প্রমূখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক ব্যাবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

সুধী সমাবেশের আগে আইনমন্ত্রী চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যালয় উদ্বোধন করেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মন্ত্রীর সঙ্গে ছিলেন।

ইত্তেফাক/নূহু